ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। সোহাগ মৃধা সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে। ওসি আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগ মৃধার কাছ থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়।