গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, একই আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবির ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান জসিমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকালে উভয় পক্ষের বক্তব্য শুনে এ আদেশ দেন গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার সদস্য সচিব জীমকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মাহাবুব আরা বেগম গিনি, শাহ্ সারোয়ার কবিরসহ ৮৫ জনের নামসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়। ওই মামলায় গতকাল তাদের আদালতে হাজির করা হয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট পীযূষ কান্তি পাল বলেন, ‘আমরা জামিনের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।’
তিনি আরও বলেন, সাবেক এমপি শাহ্ সারোয়ার কবীর পূর্ব থেকেই ডিভিশনের আসামি ছিলেন। কিন্তু তাকে কারাগারে নির্জন সেলে বন্দি রাখা হয়েছিল।
এ ব্যাপারে আবেদন করা হলে কারা বিধি মোতাবেক সুযোগসুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।