নড়াইলে খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করা হয়েছে। গাইবান্ধায় পৃথক ঘটনায় খুন হয়েছেন দুজন, গোপালগঞ্জে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা এবং কুমিল্লায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে পাওয়া গেছে অজ্ঞাত লাশ। প্রতিনিধিদের খবর-
নড়াইল : কালিয়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধে জিল্লুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় তার ওপর হামলা হয়। রাতে হাসপাতালে মারা যান তিনি। জিল্লুর কুলশুর গ্রামের হাসেম সরদারের ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- রাতুল (২২) ও সজীব (২০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার শহীদ এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলশুর গ্রামের মধ্যকার ফুটবল খেলা নিয়ে খেলোয়াড়-সমর্থকদের সংঘর্ষ বাঁধে। সন্ধ্যায় বাবুপুর দলের সমর্থকরা কুলশুর গ্রামের জিল্লুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কাটে এবং এলোপাতাড়ি কোপায়। গোপালগঞ্জ : নিখোঁজের তিন দিন পর নৈশপ্রহরী গৌতম গাইনের (৩৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার কংশুর এলাকায় মধুমতী বিলরুট চ্যানেলে শুক্রবার বিকালে লাশটি পাওয়া যায়। লাশের হাত-পা বাঁধা ছিল। গাইবান্ধা : সুন্দরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা জিয়ারুল ইসলাম (৫০) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে সাদুল্যাপুর উপজেলায় ফুয়াদ মিয়া (৫০) নামে একজনকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাই মামুন মিয়ার বিরুদ্ধে। কুমিল্লা : তিতাস উপজেলায় গৌরীপুর-হোমনা সড়কের পাশ থেকে গতকাল ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কেরানীগঞ্জ : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে গতকাল ভোরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওসি জানান, লাশের মাথার বাম পাশ থেঁতলানো ছিল।