জনগণের জানমালের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে, সারাদেশে খুন, চাঁদাবাজি, মব সন্ত্রাস, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধসহ দোষীদের বিচার নিশ্চিতের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে গণকমিটির নেতা-কর্মীরা। গতকাল সকালে শহরের চৌরঙ্গী মোড়ে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গণকমিটির আহ্বায়ক এ টি এম মহব্বত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্যসচিব প্রকৌশলী শম্পা বসু, সদস্য কাজী জান্নাতুন নূর ও বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ। রাজধানীর মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, ছয় মাসে ৪৮১ জন নারী ধর্ষণের শিকার ও ৩২০ জন নারীকে হত্যা করা হয়েছে।