গাজীপুরের কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে আবদুল্লাহ (২৭) নামে আরও এক যুবক মারা গেছেন। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনিয়ে এ ঘটনায় দুজন মারা গেছেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। আবদুল্লাহর বাড়ি কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের বান্দাখোলা। এ ঘটনায় আহত রিফাত (১৯) ও রুবেল (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার গোয়ালঘর থেকে গরু চোর সন্দেহে স্থানীয়রা চারজনকে ধরে গণপিটুনি দেয়।
জনতা তাদের গণপিটুনি দেয়। এতে শান্ত নামে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, নিহত শান্তর ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ছাড়া গরু চুরির অভিযোগে কৃষক শামসুদ্দিন মোল্লা একটি মামলা করেছেন।