রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক র্যালি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। গতকাল সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে এই র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। শোক র্যালিতে উপস্থিত ছিলেন- মারুফা বেগম, কানিজ রহমান, মাহবুবা খাতুন, মিনতি ঘোষ, মনোয়ারা সানু, রুবিনা আকতার, রুবি আফরোজ, অধ্যাপক জলিল আহমদ, সফিকুল ইসলাম, রেজাউর রহমান রেজু, অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, রবিউল আউয়াল খোকা, রাজিয়া সুলতানা পলি প্রমুখ।