নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রায় দুই দশক ধরে চলে আসা জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হয়েছে। গতকাল পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ফতুল্লার কাইয়ুম এলাকার একটি খাল পরিষ্কারের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন, সদর ইউ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, সাদিয়া আক্তার প্রমুখ।
এর আগে ফতুল্লা উত্তর থানা জামায়াতের উদ্যোগে ভূইগড় হাজি পান্দে আলী স্কুল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন ফতুল্লা উত্তর থানা আমির গাজী আবুল কাশেম, জেলা কর্মপরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম প্রমুখ।