কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব। এ সময় দালাল চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের নুরু উদ্দিন (২৭), আবুল বাশার (৫১), বিপ্লব বড়ুয়া (৩০) ও পলাশ (৪২)। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক জানিয়েছেন, গতকাল সকালে কক্সবাজার শহরের পাসপোর্ট অফিস ও সদর হাসপাতাল এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব। এ সময় দালাল ও সিডিন্ডকেট চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।