গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদির ওপর হামলার রেশ না কাটতেই এবার তার মা কুমকুম বেগমকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়ার বর্নি গ্রামে নিজ বাড়ির গেটের সামনে প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন কুমকুম বেগম। এ সময় এলাকার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য সেখানে হাজির হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় বুধবার রাতে তিনি টুঙ্গিপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে কুমকুম বেগম উল্লেখ করেন, দক্ষিণ বর্নি গ্রামের চুন্নু মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সী ও মিকাইল মুন্সী এবং ইমরুল মুন্সীর ছেলে নাবিল মুন্সীসহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা কিশোর হুমকি দেয়। তারা শুধু গালাগাল আর হুমকি দিয়েই সীমাবদ্ধ থাকেনি, বরং স্থানীয় সন্ধ্যাবাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে একত্রিত হয়ে তার ওই পরিবারের বিরুদ্ধে নাশকতামূলক পরিকল্পনা করেছে বলেও জিডিতে উল্লেখ করা হয়। ওসি খোরশেদ আলম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।