জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশ হেফাজতে (রিমান্ড) থাকা এক আসামিকে নির্যাতনের অভিযোগে থানার উপপরির্দশক (এসআই) গোলাম রব্বানীকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একজন রেজিস্টার্ড চিকিৎসককে দিয়ে আসামির শরীর পরীক্ষা করে আঘাত-সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন ১০ আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছন আদালত। একই ঘটনায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলারও অভিযোগ এনেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। আদালতের এ আদেশের পর এসআই গোলাম রব্বানীকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তবে এসআই গোলাম রব্বানী পুলিশ হেফাজতে থাকা আসামিকে নির্যাতন করার অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যাপারে এসআই গোলাম রব্বানী বলেন, ‘আমি তিনজন আসামির কাউকেই পুলিশ হোফাজতে নির্যাতন করিনি।’
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) আবদুল ওয়াহাব বলেন, ‘এসআই গোলাম রব্বানী পুলিশ হেফাজতে থাকা আসামির সঙ্গে অপেশাদারি আচরণ করেছেন। এ কারণে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’