কুমিল্লায় গতকাল ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিক্ষার্থী নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া বরিশাল, কুড়িগ্রাম ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে শিশুসহ আরও তিনজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বুড়িচং (কুমিল্লা) : ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আবদুল্লাহ আল ইমন (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। গতকাল বিকালে উপজেলার বাকশিমুল উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ইমন হরিপুর উত্তরপাড়ার শফিউল আলমের ছেলে এবং হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বরিশাল : উজিরপুরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জামায়াতে ইসলামীর নেতা আবু তালেব শহীদ (৫৫) নিহত হয়েছেন। গতকাল দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেবের বাড়ি উজিরপুর উপজেলায়। তিনি বামরাইল কালিহাতা মাহমুদিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা কর্মপরিষদের সদস্য।
কুড়িগ্রাম : উলিপুরে ট্রাকচাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আতিকুর রংপুর পীরগাছা উপজেলার বাসিন্দ।
মাদারীপুর : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মমিনউদ্দীন খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে শিবচর উপজেলা বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিনউদ্দীন খান শিবচর উপজেলার চরবাচামারা জাহেদ আলী মুন্সিকান্দি গ্রামের বাসিন্দা।