নেত্রকোনায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৯ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলার পর গতকাল আদালতে সোপর্দ করা হয়।
আটকরা হলেন মহন মৃধা (৩৬) ও অপু চোকদার (৩২)। গতকাল নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।