নাটোরের বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজাকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল হুমকি দিয়েছেন এমন একটি অডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে জাহিদ হাসানকে শোকজ করেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক। শোকজে তাকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে পৌর বিএনপি আনন্দ র্যালির উদ্যোগ নেয়। পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজাকে এ অনুষ্ঠানে যোগ দিতে নিষেধ করেন জাহিদ হাসান বিপুল। কিন্তু মাসুম তাতে রাজি না হওয়ায় বিপুল তাকে মোবাইল ফোনে বিভিন্ন হুমকি দেন।
জাহিদ হাসান বিপুল বলেন, মাসুম রেজা আমার বাল্যবন্ধু। সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, শৃঙ্খলা ভঙ্গ করলে সে যেই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।