গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল ট্রাকের ধাক্কায় শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
গাইবান্ধা : বেলা আড়াইটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৫৫), নুরুন্নবী মণ্ডল (৫০) ও রওশন রাফি (১৯ দিন)। নারায়ণগঞ্জ : আড়াইহাজার উপজেলায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন। বগুড়া : আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় আবদুল মান্নান (৫৫) নামের অটোভ্যানচালক নিহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে চট্টগ্রামমুখী সার্ভিস লেনে শিক্ষার্থীদের বাঁচাতে হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে শিক্ষার্থীসহ পাঁচজন আহত হন।