ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবেল (২৬) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শুকুরাতাইন গ্রামের আছর উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জের চরাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওসি মনিরুল হক ডাবলু জানান, ছিনতাইকারীরা মূলত অটোরিকশা ছিনিয়ে নিতেই এ হত্যা।