লালমনিরহাটের কালীগঞ্জে হাসিবুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার লতাবর এলাকায় অভিযান চালিয়ে এ দন্ড দেওয়া হয়। সমাজ বিজ্ঞানে ডিগ্রি অর্জনকারী হাসিবুল ইসলাম ২০২০ সাল থেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিচ্ছিলেন। তিনি বিভিন্ন নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে বহু রোগীর ক্ষতি করেছেন বলে অভিযোগ রয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।