জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদানে দুই দিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভবনে এ শিবির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এতে চিকিৎসাসেবা দেন ঢাকা আই কেয়ার হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা। প্রথম দিন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চোখের ছানি, গ্লুকোমা ও রেটিনার সমস্যা পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়।