ঢাকায় স্বামীর নির্যাতনে ফাহিমা আক্তার নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। ফাহিমা বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও এরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ মণ্ডলের মেয়ে। বুধবার সকালে ঢাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দি মেডিকেলে রয়েছে। ফাহিমার ঘনিষ্ঠ এক বান্ধবী জানান, তার স্বামী মদ্যপান করে শারীরিক নির্যাতন এবং নানা অশোভন আচরণ করতো। গতকাল সকালে ঢাকা রূপনগর থানার উপপরিদর্শক মিঠু মিয়া জানান, নিহতের বোন হাবিবা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত মিনারুল আকবরকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।