টানা বৃষ্টি শেষে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সাপ্তাহিক ছুটির দিনে গতকাল এমন মনোরম পরিবেশে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেন শত শত পর্যটক। সাগরপাড়ে ছিল উৎসবের আমেজ।
শুক্রবার সকাল থেকে সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট ছিল পর্যটকের পদচারে মুখর। সব বয়সি ও শ্রেণির মানুষ মেতে ওঠেন আনন্দে। কুমিল্লা থেকে আসা জুমা বলেন, ‘প্রকৃতিকে স্পর্শ করতে হলে সৈকতে বার বার ফিরে আসতে হবে। সমুদ্র দেখলেই আলাদা একটা শান্তি লাগে। সেজন্য বার বার এখানে ছুটে আসা।’ আরেক পর্যটক শামীম বলেন, ‘অনেকদিন পর পরিবার নিয়ে এসেছি। আবহাওয়াটা দারুণ। রোদ-মেঘ মিলিয়ে অন্যরকম অনুভূতি। খুব ভালো সময় পার করছি।’ কয়েকদিন ধরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকলেও, শুক্রবার সকালে তা প্রত্যাহার করে আবহাওয়া অফিস। সমুদ্র উত্তাল থাকায় এ দিনও সৈকতে লাল পতাকা উড়িয়ে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। সি সেফ লাইফ গার্ড সংস্থার ওসমান গণি বলেন, ‘ভ্রমণপিপাসুদের নিরাপদ দূরত্ব বজায় রেখে গোসল করার পরামর্শ দিচ্ছি। সাগর উত্তাল থাকায় লাল পতাকা উড়িয়ে সমুদ্রস্নানে সতর্ক করা হচ্ছে। সুগন্ধা, কলাতলী ও লাবণী পয়েন্টে লাইফ গার্ড কর্মীরা সজাগ রয়েছেন।’
কক্সবাজার ট্যুরিস্ট ক্লাব সভাপতি রেজাউল করিম জানান, শুক্রবার ছুটির দিনে প্রচুর পর্যটক কক্সবাজারে এসেছেন। এখানে সেই তুলনায় সুযোগ-সুবিধা কম।