নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলন ১১ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। জেলার সড়কগুলো তোরণ ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে হবে এ সম্মেলন। নেতা-কর্মীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় শুরু কবে প্রথম অধিবেশন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ উপজেলা ও ৫ পৌরসভার ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন।
সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন। উদ্বোধন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম এ আওয়াল সেলিম জানান, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দুটি পদে নেতৃত্ব নির্বাচন হবে।
সবশেষ নেত্রকোনা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর। তখন বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান সভাপতি এবং ডা. আনোরুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মেয়াদোত্তীর্ণ হওয়ায় জেলা কমিটি ভেঙে ডা. আনোয়ারুল হককে আহ্বায়ক ও ড. রফিকুল ইসলাম হিলালীকে সদস্য সচিব করে ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি করে দেয়। যা দিয়ে ছয় বছর ধরে দল পরিচালিত হচ্ছে।