ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্মচারী সংসদ মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিশেষ কার্যক্রম শুরু করেছে। গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রধান নির্বাহী মামুন-উর-রশীদ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এনামুল হক, আবদুল আজিজসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সচেতনতামূলক একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শহরের বিভিন্ন এলাকায় মশা নিধনে ফগার মেশিনে স্প্রে করা হয়।