চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গতকাল আরজু নামে কার্যক্রম নিষিদ্ধ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরজু হালিশহর থানাধীন বড়পুল হাছান আলী মাজার এলাকার মো. সেলিম খানের ছেলে এবং হালিশহর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা। হালিশহর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এজাহারনামীয় আসামি আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।