গাইবান্ধার সাঘাটায় গ্রামীণ জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পুষ্টিমেলা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে সামাজিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ-এর অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইইউ’ প্রকল্পের কারিগরি সহযোগিতায় মেলায় বিভিন্ন স্টলে পুষ্টিকর সবজি ও ফলমূল প্রদর্শন করা হয়।