গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবা ও ছেলে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার কৌচা কৃষ্ণপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের আহসান আলীর ছেলে ইদ্রীস আলী (৪৭) ও তার ছেলে ফুয়াদ হাসান (২৭)। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ এবং ফুয়াদ ও ইদ্রীস আলীকে গ্রেপ্তার করা হয়। ওসি বুলবুল ইসলাম বলেন, গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।