ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে জামায়াতে ইসলামীর নির্বাচনি দায়িত্বশীল কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি সিনিয়র আলিম মাদরাসা সম্মেলন কক্ষে গাইবান্ধা-৫ আসনের জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। ইব্রাহিম হোসাইন সভাপতিত্ব করেন।