চার জেলায় সড়কে ডিসি অফিসের দুই কর্মচারীসহ সাতজন নিহত হয়েছেন। গতকাল সুনামগঞ্জ, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
সুনামগঞ্জ : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জয়কলস এলাকায় প্রাইভেটকার- মোটরসাইকেল সংঘর্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারী নিহত হয়েছেন। গতকাল সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামের জুয়েল মিয়া ও পৌর শহরের হাসননগর এলাকার সবদর আলী। তারা সুনামগঞ্জ ডিসি অফিসে জারিকারক পদে কর্মরত ছিলেন। ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় দুই বাসের সংঘর্ষে দুটি গাড়ির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সকালে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্যামলী বাংলা পরিবহনের শরীফ (২১) এবং আয়ান-রায়ান পরিবহনের নিরব (১৫)। বিশ্বনাথ (সিলেট) : সকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী এলাকায় পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। তারা হলেন- আটোচালক কুতুব উদ্দিন (৪২) ও যাত্রী এনামুল ইসলাম পারভেজ (৩৫)। চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় বাস ও পিকআপ সংঘর্ষে আবদুল কাদের নামে পিকআপ চালক নিহত হয়েছেন। গতকাল পটিয়া উপজেলার কমলমুন্সির হাটের ভাইয়ের দিঘির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাদেরের বাড়ি নোয়াখালী। মাদারীপুর : দুই বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।