সিলেটে চার দিনেও খোঁজ মেলেনি ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা মফিজুর রহমান বাবুলের (৪৭)। বুধবার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থেকেই বন্ধ রয়েছে তার ব্যবহৃত মুঠোফোন। বাবুল বিশ্বনাথ পৌরসভার মজলিস ভোগশাইল গ্রামের হুসন আলীর ছেলে। গত বছরে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন। এরপর থেকে পরিবার নিয়ে সিলেট শহরের পাঠানপাড়ার শিববাড়ি এলাকায় বসবাস করছিলেন। বাবুলের স্ত্রী শেখ জেসমিন রহমান বলেন, কয়েকদিন থেকে তাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল। ঘটনার আগের দিন তার সাবেক কর্মস্থল ন্যাশনাল ব্যাংকে যাওয়ার জন্য একটি০ ফোনকল আসে। পরদিন দুপুরের খাবার শেষে ব্যাংকের উদ্দেশ্যে বের হন। তদন্তকারী কর্মকর্তা এসআই নূর উদ্দিন বলেন, অনুসন্ধানে এখনো নিখোঁজের পেছনের কোনো সূত্র পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        