গোপালগঞ্জের কোটালীপাড়ায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা বেগম (৩৬) নামে এক গৃহবধূ গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা ওই এলাকার আমেরিকা প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী। জানা গেছে, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে বাড়িতে আসেন না। এ নিয়ে ঝর্ণা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হতো। গতকাল সকালে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন ঝর্ণা। ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার এস আই মামুনুর রশীদ বলেন, স্বজনদের অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্তও করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।