সোনারগাঁ উপজেলার মেঘনা নদী থেকে ইউনুস মিয়া (৩৫) নামে এক ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। নিহত ইউনুস মিয়া বরিশালের বানারিপাড়া উপজেলার উমরেরপাড় এলাকার আবদুল মালেকের ছেলে।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি ড্রেজার বৃহস্পতিবার মেঘনা নদীতে তলিয়ে যায়। এ সময় ড্রেজারে থাকা তিন শ্রমিকের মধ্যে একজন নিখোঁজ হন। পরে গতকাল দুপুরে তার লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।