সিরাজগঞ্জের শাহজাদপুরে এমদাদুল হক (৪২) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাঁটুতে লেখা মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের নাম দেখতে পাওয়া যায়। গতকাল সকালে উপজেলার গাড়দহ ইউনিয়নের একটি কবরস্থানের পাশ থেকে লাশটি উদ্ধার করে। এমদাদুল হক চৌহালী উপজেলার উমারপুর এলাকার আয়নাল হকের ছেলে। সম্প্রতি তিনি শাহজাদপুরের গাড়দহ ইউনিয়নের মাকড়া গ্রামে এসে বসবাস করছিলেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসলাম জানান, তিন দিন আগে এমদাদুল হক বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। গতকাল তার লাশ উদ্ধার করা হয়। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে হাঁটুতে কলম দিয়ে লেখা মৃত্যুর জন্য দায়ী তিন ব্যক্তির নাম পাওয়া গেছে।
স্বজনদের বরাতে ওসি আরও জানান, এমদাদুল হক স্থানীয় কয়েকজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে না পারায় অতিরিক্ত সুদ হয়েছিল এবং পাওনাদাররা চাপ দিচ্ছিলেন। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।