রংপুরের পীরগঞ্জে সম্প্রতি রুহুল আমিন নামে এক কৃষকের জমির ধান ঘাসনাশক স্প্রে করে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় গতকাল হায়দার আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শুক্রবার থানায় মামলা করেন কৃষক রুহুল আমিন।
জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরাম সাহাপুর এলাকার কৃষক রুহুল আমিন পাশের রায়তি সাদুল্লাপুর ও পালানু সাহাপুর গ্রামে ৬ বিঘা জমিতে আমন ধান চাষ করেন। তার সঙ্গে বিরোধের জেরে ৭ নভেম্বর রাতে পালানু সাহাপুর গ্রামের হায়দার আলী, তার দুই ছেলে মামুন ও মাসুদ মিয়াসহ কয়েকজন জমিতে বিষাক্ত ঘাসনাশক ওষুধ স্প্রে করেন। এ সময় একাধিক ব্যক্তি তাদের দেখে ফেলেন। পরে তাদের হত্যার হুমকি দেন অভিযুক্তরা। কৃষক রুহুল আমিন বলেন, এর আগেও একাধিকবার অভিযুক্তরা আমার জমির ধানের ক্ষতি করেন। গ্রাম্য সালিশে ইউপি চেয়ারম্যান, মেম্বারদের উপস্থিতিতে হায়দার আলী দোষ স্বীকার করে মুচলেকা দিয়ে পার পান। এ বছরও আমার ফসল নষ্ট হলো। ওসি শফিকুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।