কুড়িগ্রামে এক মাস ধরে ছোটবড় সব নদনদীর পানি কখনো বেড়েছে, কখনো কমেছে। জেলায় এক মাসে তিন দফা অস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এক সপ্তাহ ধরে নদনদীর পানি কমছে। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে জেলার সদর, নাগেশ্বরী, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পাড়ের মানুষ পড়েছে চরম বিপাকে। তারা কয়েক দফা নদী ভাঙনের শিকার হয়ে এখন দিশাহারা হয়ে পড়েছেন। জানা গেছে, রাজারহাট উপজেলায় ঘড়িয়ালডাঙা ইউনিয়নের রতিগ্রাম, তৈয়বখাঁসহ কয়েকটি এলাকায় এক মাস ধরে চলছে তিস্তা নদীর ভাঙন। বাড়িঘর, কৃষিজমি নদীতে বিলীন হচ্ছে। উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুরসহ কয়েকটি এলাকায় তিস্তা নদী এবং হাতিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নের কেদার ও বল্লভের খাস এলাকায় দুধকুমার নদের তীব্র ভাঙনে বাড়িঘর, স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। এখানকার নদী ভাঙনের শিকার মানুষ রয়েছে কষ্টে। রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুরসহ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে ভাঙন। নাগেশ্বরী উপজেলার কেদার এলাকায় দুধকুমার নদের ভাঙনের শিকার বাবলু মিয়া ও জমিলা বেওয়া বলেন, ‘হামার এটে মেলা দিন থাকি নদী ভাঙে। কিন্তু খালি ভাঙে গড়ে আর না। কয়বার বাড়ি সরাছি কিন্তু ফির নদী চলি আইসে। এটে অনেক মাইনসের বাড়িঘর ও আবাদের জমি নদীত গেইছে।’ এদিকে চিলমারীতে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন হুমকিতে রয়েছে কালিরকুড়া টি-বাঁধ, ডানতীর রক্ষা প্রকল্প ও কাঁচকোল এলাকার প্রায় ২ কিমি বাঁধ। এখানে টি-বাঁধের দুই ধার রক্ষা প্রকল্পের পিছিং সংযুক্ত না থাকায় ভাঙন আতঙ্ক বেড়েছে। ব্রহ্মপুত্র নদে ভাঙনের মুখে পড়েছে চিলমারীর কাঁচকোল বাজার, দুটি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাসহ কয়েকটি গ্রাম। টি-বাঁধের ডান দিকে প্রকল্পে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে এখানকার মানুষের। নদীতে পানি বেশি থাকায় জিও ব্যাগ ফেলানোয় ভাঙন রোধ হবে না- বলেন নদী পাড়ের বাসিন্দারা। ডানতীর রক্ষা প্রকল্প সম্পর্কে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল করিম বলেন, টি-বাঁধ আর ওয়াপদা বাঁধ ভেঙে গেলে পুরো চিলমারী পড়বে হুমকির মুখে। বিলীন হয়ে যাবে শত শত গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, তিনটি নদীর ১০টি পয়েন্টে নদী ভাঙন চলছে। জিও ব্যাগ ফেলে অস্থায়ী ভিত্তিতে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কাজ চলছে।
শিরোনাম
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ
খন্দকার একরামুল হক সম্রাট, কুড়িগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর