কুড়িগ্রামে এক মাস ধরে ছোটবড় সব নদনদীর পানি কখনো বেড়েছে, কখনো কমেছে। জেলায় এক মাসে তিন দফা অস্থায়ী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এক সপ্তাহ ধরে নদনদীর পানি কমছে। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে জেলার সদর, নাগেশ্বরী, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পাড়ের মানুষ পড়েছে চরম বিপাকে। তারা কয়েক দফা নদী ভাঙনের শিকার হয়ে এখন দিশাহারা হয়ে পড়েছেন। জানা গেছে, রাজারহাট উপজেলায় ঘড়িয়ালডাঙা ইউনিয়নের রতিগ্রাম, তৈয়বখাঁসহ কয়েকটি এলাকায় এক মাস ধরে চলছে তিস্তা নদীর ভাঙন। বাড়িঘর, কৃষিজমি নদীতে বিলীন হচ্ছে। উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুরসহ কয়েকটি এলাকায় তিস্তা নদী এবং হাতিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নের কেদার ও বল্লভের খাস এলাকায় দুধকুমার নদের তীব্র ভাঙনে বাড়িঘর, স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। এখানকার নদী ভাঙনের শিকার মানুষ রয়েছে কষ্টে। রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুরসহ কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে ভাঙন। নাগেশ্বরী উপজেলার কেদার এলাকায় দুধকুমার নদের ভাঙনের শিকার বাবলু মিয়া ও জমিলা বেওয়া বলেন, ‘হামার এটে মেলা দিন থাকি নদী ভাঙে। কিন্তু খালি ভাঙে গড়ে আর না। কয়বার বাড়ি সরাছি কিন্তু ফির নদী চলি আইসে। এটে অনেক মাইনসের বাড়িঘর ও আবাদের জমি নদীত গেইছে।’ এদিকে চিলমারীতে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন হুমকিতে রয়েছে কালিরকুড়া টি-বাঁধ, ডানতীর রক্ষা প্রকল্প ও কাঁচকোল এলাকার প্রায় ২ কিমি বাঁধ। এখানে টি-বাঁধের দুই ধার রক্ষা প্রকল্পের পিছিং সংযুক্ত না থাকায় ভাঙন আতঙ্ক বেড়েছে। ব্রহ্মপুত্র নদে ভাঙনের মুখে পড়েছে চিলমারীর কাঁচকোল বাজার, দুটি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাসহ কয়েকটি গ্রাম। টি-বাঁধের ডান দিকে প্রকল্পে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে এখানকার মানুষের। নদীতে পানি বেশি থাকায় জিও ব্যাগ ফেলানোয় ভাঙন রোধ হবে না- বলেন নদী পাড়ের বাসিন্দারা। ডানতীর রক্ষা প্রকল্প সম্পর্কে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল করিম বলেন, টি-বাঁধ আর ওয়াপদা বাঁধ ভেঙে গেলে পুরো চিলমারী পড়বে হুমকির মুখে। বিলীন হয়ে যাবে শত শত গ্রাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, তিনটি নদীর ১০টি পয়েন্টে নদী ভাঙন চলছে। জিও ব্যাগ ফেলে অস্থায়ী ভিত্তিতে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কাজ চলছে।
শিরোনাম
- ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের যোগ্যতাগুলো বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুর্গোৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করতে পারে : শামা ওবায়েদ
- রোহিঙ্গা গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি বানাল মিয়ানমার সেনারা
- ভারতে নদীতে মিলল দুর্নীতি নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকের লাশ
- চরফ্যাশন জামায়াতের ৪৫ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
- আফগানিস্তানে ইন্টারনেট বন্ধে ফ্লাইট, হাসপাতাল, অফিস অচল
- ‘ফাঁসির আসামিদের কক্ষে’ ইমরান খান: পরিবার-সমর্থকদের শঙ্কা
- বঙ্গোপসাগরে ফের জেলে অপহরণ, ১৪ জনকে নিয়ে গেল আরাকান আর্মি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ড. ইউনূসের ৭ দফা সুপারিশ
- হত্যার পর বেবি টেক্সি ছিনতাই: ১৯ বছর পর তিন আসামির যাবজ্জীবন
- চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা
- রেকর্ড জয়ে হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ
- শ্রীপুরে দুর্গাপূজায় তারেক রহমানের পক্ষে উপহার বিতরণ
- খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত ৫ পার্সেন্ট এগিয়ে : দুদু
- পাঁচ ব্যাংকের একীভূত ‘ইউনাইটেড ইসলামী’ ব্যাংকের অফিসের অনুমোদন
- ২৪ বছর পর জননিরাপত্তা মামলায় অব্যাহতি পেলেন সাবেক এমপি সেলিম
- যেসব কারণে ভেস্তে যেতে পারে ট্রাম্পের ‘গাজা শান্তি প্রস্তাব’
- ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল