চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর খেয়াঘাটে জোরপূর্বক অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। ইজারাদাররা মানুষের পাশাপাশি একটি ডাব, এক কেজি বেগুন পারাপারেও টোল নিচ্ছেন। এমনকি টোলের টাকা না দেওয়ায় লাশ আটকে রাখার ঘটনাও ঘটেছে। এতে জিম্মি হয়ে পড়েছেন চরাঞ্চলের দুটি ইউনিয়নের ভাঙনকবলিত প্রায় ২০ হাজার মানুষ। সূত্রমতে, উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া ভাড়ার তালিকায় নেই সেলাই মেশিনসহ বেগুন ও ডাবের ভাড়া। টোল পারাপারে চালকসহ একটি মোটরসাইকেলে ১০০ টাকা, তেলভর্তি ব্যারেলে ৩০ টাকা, প্রতি বস্তা সারে ৩০ টাকা, প্রতি বান্ডিল টিন ও রড পারাপারের জন্য ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। তবে সম্প্রতি সদর উপজেলার নারায়ণপুর এলাকার এক নারীর কাছ থেকে একটি সেলাই মেশিন পারাপারের জন্য ৩০০ টাকা দাবি করেন ঘাটের ইজারাদারের লোকজন। গত সোমবার অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়। ইজারাদারদের ডেকে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ইজারা বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকরামুল হক নাহিদ। তবে ঘাট ইজারাদার সাদিকুল ইসলাম অতিরিক্ত ইজারা আদায়ের ঘটনাটি অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল উপজেলা নির্বাহীর কাছে। নির্বাহী কর্মকর্তা মো. ইকরামুল হক নাহিদ বলেন, সেলাই মেশিন পারাপারের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ পাওয়া গেছে।
এর আগেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ইজারাদারদের সতর্ক করা হয়েছে। আগামীতে এমন ঘটনা ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।