দিনাজপুর রাজবাড়ী সংস্কার করার সময় একটি লোহার কড়াই পাওয়া গেছে। বুধবার রাজমহলের একটি কক্ষ থেকে ধসে পড়া সুড়কি সরানোর সময় বিশাল আকৃতির এই কড়াইটি পাওয়া যায়। সরেজমিনে দেখা যায়, কড়াইটি চওড়া চার দিকে ৪৮ইঞ্চি (৪ ফুট) গোলাকার সমতল এবং ৬ থেকে ৮ ইঞ্চি প্রাচীর। দুই পাশে দুটি বিশাল আকারের গোল আংটা লাগানো। পুরো কড়াইটি লোহার তৈরি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এটি ১৯৬০ সালে আবার কারও দাবি শত বছরের। কড়াইটি রাজা মহারাজাদের আমলে রান্নার কাজে ব্যবহৃত হতো। অনেক বলছেন, মহারাজা চলে যাওয়ার পর রাজবাড়ীটি ইপিআর ক্যাম্প করা হয়েছিল, এটি তাদের রান্নার কাজে ব্যবহৃত কড়াই।