দিনাজপুরে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পিঁয়াজের বীজ ও ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে। এ সময় সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭৭৫ কৃষকের মাঝে ২০ কেজি করে সার এবং ১ কেজি করে বীজ উপহার দেওয়া হয়। জেলা প্রশাসক রফিকুল ইসলাম কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন।