রোগী টানাটানি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে দুই চিকিৎসকের সহযোগী দালালদের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক নিজস্ব কোয়ার্টারে রোগী দেখেন। মঙ্গলবার এক রোগী চিকিৎসা নিতে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেশকাতুজ্জামান ও ডা. জামাল হোসেনের প্রাইভেট সহযোগী দালাল তাকে নিয়ে টানাটানি এবং বাগ্বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। ডা. মেশকাতুজ্জামান বলেন, ডা. জামাল হোসেনের প্রাইভেট চেম্বারের সহযোগী আমার চেম্বারের সিরিয়াল করা রোগী নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আমার প্রাইভেট চেম্বারের সহযোগী বাধা দিলে তারা মারধর করে। সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, খবর পেয়ে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।