সরকার জাতিসংঘসহ দেশী-বিদেশী পরিবেশবাদীদের মতামত উপেক্ষা করে সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীফ’ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরে না আসায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডের তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মহম্মদ।
বৃহস্পতিবার সন্ধায় বাগেরহাটে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনু মহম্মদ আরও বলেন, উপকূলের সাড়ে ৪ কোটি মানুষের প্রাকৃতিক দূর্যোগের রক্ষা কবজ জীববৈচিত্রে ভরপুর বিশ্ববাসীর গর্ব-আমাদের গর্ব সুন্দরবনকে বাঁচাতে সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। আন্দোলন করে সরকারকে বাধ্য করতে হবে সুন্দরবন বিনাশি রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করতে। আর সরকার এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরে না আসলে এই সরকারের ভুল সিদ্ধান্তের কারণে আগামী ৩০ বছরের মধ্যে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। রামপাল কয়লাভিত্তিক ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীফ’ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তিটির মাধ্যমে ভারতের সাথে আমাদের চিরস্থায়ী বৈরিতার সৃষ্টি হয়েছে, এটা ভারত সরকারকেও বুঝতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তেল-গ্যাস-খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাটের জেলা আহবায়ক রণজিৎ চট্রোপাধ্যায়ের সভাপতিত্বে জেলা সিপিবি অফিসে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্স, কমরেড আজিজুর রহমান, বাগেরহাটের সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল, মানিক লাল মজুমদার, তুষার কান্তি দাস প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব