কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফ'র পিটুনিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৬০ এর নিকটবর্তী গরু আনতে যায়। এসময় বিএসএফ সদস্যরা মো. ছবেদ আলীকে (৪৫) ঘিরে ফেলে আটক করে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে ফেলে দিয়ে যায়। পরে গয়টাপাড়া গ্রামের মো. নাজমুল ইসলাম ও মিজানুর রহমান অজ্ঞান অবস্থায় মো. ছবেদ আলীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এলাকাবাসী জানায়, গয়টাপাড়া গ্রামের মো. ছুনুরুদ্দিন ওরফে ছইনারের ছেলে মো. ছবেদ আলী (৪৫) বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ীদের সঙ্গে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাদের ঘিরে ফেলে। এ সময় দৌড়ে পালাতে গিয়ে বিএসএফ'র হাতে ধরা পড়ে ছবেদ আলী।
আহত ছবেদ আলীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাবিলদার হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ