বগুড়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় একাধিক মামলার আসামি রাব্বী মিয়াকে (৩০) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হওয়া রাব্বির কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক আবুল বাসার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশের একটি দল একাধিক মামলার আসামি সন্ত্রাসী রাব্বীকে গ্রেফতার করতে গোকুল ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান নেয়। এ সময় মাঠের পাশের একটি জঙ্গল থেকে রাব্বী ও তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে রাব্বী গুলিবিদ্ধ হন। হাঁটুতে গুলিবিদ্ধ রাব্বি মিয়াকে গ্রেফতারের পর পুলিশি পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাব্বির উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে সদর থানার ওসি জানিয়েছেন। গ্রেফতারকৃত রাব্বী গোকুলে স্কুলছাত্রীকে জোরপূর্বক বিবাহ করার চেষ্টা মামলাসহ ৬ মামলার আসামী।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ