ময়মনসিংহে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানি মামলা ও দু’টি রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ জজ কোর্টে পৃথকভাবে এ মামলা গুলো দায়ের করেন স্থানীয় তিন আইনজীবী।
আদালত সূত্রে জানা যায়, জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ ৪নং আমলি আদালতে অপরাধমূলক ষড়যন্ত্র ও মানহানির অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরে জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে আরো দু’টি মামলা দায়েরের আবেদন করেন।
মানহানি মামলায় উল্লেখ করা হয়, ওয়ান ইলেভেনের সময় সম্পাদক মাহফুজ আনাম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেছিলেন। এরই প্রেক্ষিতে তৎকালীন সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় এবং পরে কারাবরণ করেন। এতে করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানহানি হয়। এ মামলায় বিজ্ঞ বিচারক রফিকুল বারী মামলাটি আমলে নিয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ প্রদান করেন বলে জানান অ্যাডভোকেট জসিম উদ্দিন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের আবেদন থেকে জানা যায়, ওয়ান ইলেভেনের সময় মাহফুজ আনাম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি রাষ্ট্রকে অস্থিতিশীল করারও ষড়যন্ত্র করেছিলেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহসান হাবীব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটির অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষ।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন