বগুড়ার ধুনটে শাম্মী খাতুন (২৮) নামে ২ সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অাজ বুধবার দুপুরে পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাম্মী খাতুন পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলামের স্ত্রী ছিলেন।
ধুনট থানার এসআই নন্দিতা সরকার জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে দীর্ঘ দিন ধরে স্বামীর সাথে ঝগড়া বিবাদ চলছিল শাম্মী খাতুনের।
এদিকে, মঙ্গলবার রাতে ঝগড়া বিবাদের এক পর্যায়ে শাম্মী খাতুনকে মারধর করে শফিকুল ইসলাম। এ অবস্থায় আজ সকালে শফিকুলের শয়ন কক্ষের তীরের সঙ্গে শাম্মী খাতুনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধুনট থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া শাম্মী খাতুনের মৃত্যুর কারণ কী এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। এজন্য তার মৃতদেহ ময়নাতদন্তেরর জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ