স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইএসের প্রচারণা উদ্দেশ্যমূলক ও একটি পক্ষের রাজনৈতিক অপচেষ্টা। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এদেশের মানুষ ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়।
বুধবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষায় মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীদের কোনো ছাড় দেননি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সব জায়গায় উন্নয়নের সুবাতাস বইছে।
পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম শেখের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, বরিশাল রেঞ্জের জিআইজি হুমায়ুন কবির, পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝি, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি গোবিন্দ কুমার রায় চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন