কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মনোয়ারা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নাথেরপেটুয়া রেল স্টেশনের পুরাতন বাজারের ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম (৩৫) উপজেলার সাইকচাইল গ্রামের রিকশাচালক আবদুল মান্নানের স্ত্রী।
নাথেরপেটুয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাসান আহমেদ বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি।
খবর পেয়ে দুপুরে লাকসাম রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন