জুয়া খেলার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা ৭ জুয়াড়ীর প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলী এ কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো-সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুল মোল্লা (৩৫), ইব্রাহিম (৫৫), রেজাউল করিম (৪৫), লুৎফর রহমান (৩৫), ছানোয়ার হোসেন (৩৫), কুমারগাইলজানি গ্রামের আব্দুল গফুর (৫০) ও জালশুকা গ্রামের আব্দুল আজিজ (৫০)।
এর আগে মঙ্গলবার রাতে জুয়া খেলার সময় রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজার থেকে এদেরকে আটক করা হয়েছিল বলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন