নাটোরের হালসায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন দেলু মোটরসাইকেল শোডাউন করেছেন।
তিনি বুধবার দুপুরে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে হালসা বাজার থেকে শুরু করে ঝিনাপাড়া, বাগরোম বাজার, বটতলা বাজার, পানমোকামসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোডাউন ও গণসংযোগ করে ভোটারদের কাছে দোয়া চান।
পরে হালসা বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে দেলোয়ার হোসেন দেলু বলেন, সর্বস্তরের জনগণ আমার পাশে আছে। আমাকে দলীয়ভাবে মনোনয়ন দিলে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করে জনগনের সেবায় কাজ করতে পারবো।
এ সময় হালসা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন