বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নালিশের রাজনীতির উপর বেশী গুরুত্ব দিচ্ছে। রাজনীতি বাদ নিয়ে এখন একটি নালিশী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের সালনায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিত মির্জা ফখরুলের সাম্প্রতিক এক অভিযোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা দখলের প্রকল্প হাতে নিয়েছি। আমরা যদি দখলই করি তাহলে তার ভাই ঠাকুরগাঁও পৌর নির্বাচনে মেয়র হলো কি করে? বিএনপি কি তাহলে দখল করে জয়ী হয়েছে?’
এসময় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহবুবর রহমান, সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন