চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুরে চলন্দ আলমসাধু (ভটভটি) উল্টে চামেলী খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত চামেলী খাতুন দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের শামীম আলীর স্ত্রী ছিলেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দুর্ঘটনাটি ঘটে।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ