পাঁচ বছরের শিশু পুত্রকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন জায়েদা বেগম (২০) নামের এক মা। তবে এ ঘটনায় শিশু পুত্র তামিম মারা গেলেও প্রাণে বেঁচে যান মা। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
জানা গেছে, পিরোজপুর শহরের সিআই পাড়া এলাকায় স্বামী কালাম মোল্লার উপর রাগ করে জায়েদা বেগম (২০) বুধবার রাতে শিশু তামিমকে (৫) ইঁদুরের ওষুধ খাইয়ে এবং নিজেও বিষ পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে দিকে তামিম মারা যায়।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. জুয়েল বলেন, হাসপাতালে নিয়ে আসার পর মা ও ছেলের চিকিৎসা দেওয়ার পর ছেলে মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ মা জায়েদা বেগমকে আটক করেছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। জায়েদা বেগমকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব