তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার কঠোর হাতে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন করায় দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে।
বৃহস্পতিবার বিকেলে নাটোরে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সন্ত্রাসের মদদদাতা খালেদা জিয়াকে পাকিস্তানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ায় তাদের এই দেশে থাকার কোন অধিকার নেই। বেগম জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিমলূক কথা বলেছেন তারও এদেশে থাকার অধিকার নেই।'
তিনি আরও বলেন, দেশের সকল বিভাগে টেলিভিশন সেন্টার চালু করা হবে। এসব টেলিভিশন প্রথমে ছয় ঘন্টা সম্প্রচার করলেও পরে ১২ ঘণ্টা এবং চূড়ান্তভাবে ২৪ ঘণ্টা বিটিভির মতো সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সব ধরনের সংবাদ প্রচার করবে। এতে করে দেশের সকল জেলা উপজেলা ও বিদেশের মানুষ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডেসহ সব ধরনের সংবাদ জানতে পারবে।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল এমপি ও সহ-সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব