নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সুশান্ত কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম পারভেজ বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার লোকমান হোসেন বাদল জানান, মোট ১১ টি পদের মধ্যে বিএনপি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে অন্য ৯ টি পদে মানোনয়ন দাখিল না করায় আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। এরা হলেন, সহ-সভাপতি আব্দুর রশিদ ছানা, জুনিয়র সহসভাপতি দেওয়ান লুৎফর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কোষাধ্যক্ষ কাজি তাজ উদ্দিন আহমেদ গোলাপ, পাঠাগার সম্পাদক গোলাম সরোয়ার, নীরিক্ষণ সম্পাদক আব্দুস সালাম, ম্যাগাজিন সম্পাদক দিল নেওয়াজ মিন্টু, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহিলা সম্পাদিকা আঞ্জুয়ারা পারভীন রত্না। বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে সুশান্ত কুমার ঘোষ ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৮১ ভোট। সাধারণ সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম পারভেজ ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল ইসলাম দুলু পেয়েছেন ৬৮ ভোট।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ